0
বই:- দীপু নাম্বার টু
লেখক:- মুহম্মদ জাফর ইকবাল
বইয়ের ধরন:- কিশোর উপন্যাস
ব্যক্তিগত রেটিং :- ৮/১০
রিভিউঃ
দীপু।বুদ্ধিদীপ্ত ও পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ায়
অদ্ভুত সহনশীলতাপূর্ন একটি ছেলে।অষ্টম শ্রেনীর ছাত্র।
দীপুর বাবার বৈশিষ্ট্য এক জায়গায় বেশীদিন থাকতে না
পারা।এ কারনে প্রতি বছর বছর নতুন স্কুলে ভর্তি হতে জয়
দিপুকে।এবারে যে নতুন স্কুলে দিপু ভর্তি হয়েছে
সেখানে তার ক্লাসে দুজন দীপু।তাই তার নাম হয়ে যায়
দিপু নাম্বার টু।নতুন স্কুলে দারুন সব বন্ধু জোটে তার।
ঝগড়া কেবল হলদেটে দাতের তারিকের সাথে।
তারিক ছেলেটা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায়।
একদিন প্রচন্ড মার দেয় দিপুকে।প্রতিক্রিয়ায় দিপুর
আচরনে চমকে যায় সে।বুঝতে পারে দিপু অন্যরকম।
দীপুর বাবা তার ভালো বন্ধু।ছেলেকে তিনি গড়ে
তুলেছেন স্বাধীন ও সহনশীলভাবে।একদিন বাবা দিপুকে
জানায় তিনি দীপুকে একটি মিথ্যা কথা বলেছেন।দীপুর
মা মারা যান নি।তিনি বেঁচে আছেন।অনেক আগেই
আলাদা হয়ে যায় দীপুর মা বাবা।
আমেরিকাফেরত মায়ের চিঠি পেয়ে মায়ের সাথে
দেখা করতে যায় দিপু।নিজের ছোট দুই ভাই বোনকে
দেখতে পায়,যাদের বাবা অন্য আরেকজন।সেদিন মায়ের
সাথে স্মৃতিময় কিছু মুহূর্ত কাটায় দীপু।
এদিকে বন্ধুদের সাথে মিলে দীপু একের পর এক মজাদার
আর উওেজনাকর ঘটনা ঘটাতে থাকে।এমনই এক ঘটনায়
তিরিকের সাথে বন্ধুত্ব হয়ে যায় দিপুর।দীপু জানতে
পারে তারিকের মা মানসিকভাবে অসুস্থ।
হটাৎ করেই তারিক একদিন তাকে এক জায়গার সন্ধান
দেয়।যেটি তারিক খুজে বের করেছো।তারিক জায়গাটা
নাম দিয়েছে কালাচিতা।সেই জায়গা থেকে পাওয়া
একটি কালাচিতা মূর্তি দিপুকে উপহার দেয় সে।
দুই বন্ধু মিলে জায়গাটা খুড়োখুড়ি করে।কিন্তু কিছু পায়
না।এক পর্যায়ে দীপু,তারিকসহ দশ বারোজন বন্ধু মিলে
যখন যায় গুপ্তধন সন্ধানে তখন সেখানো গিয়ে তারিক
বন্ধী হয় স্মাগলারদের হাতে।সেখান থেকে কিভাবে
তারা উদ্ধার পায় সে এক আমেজপূর্ন ঘটনা।
প্রতিবছরের মতো এবারও বছর শেষে স্কুল আর জায়গা
বদলের পালা আসে দীপুর।
এবারের জায়গাটাকে একটু বেশীই ভালবেসে ফেলেছে
দীপু নাম্বার টু। সে আবার আসবে এখানে।
সৌজন্যেঃFree bangla pdf books
রেজুলেশনঃ ৬০০ DPI
বইয়ের ধরণঃ
পিডিএফ লিঙ্ক / PDF Link: Bangla-Zafar Iqbal-Dipu Number 2


Meta:
dipu number 2 ebook download,
দীপু নাম্বার টু pdf,
দিপু নাম্বার টু ডাউনলোড,
দিপু নাম্বার ২ pdf,দীপু নাম্বার টু - মুহম্মদ জাফর ইকবাল,

Post a Comment

 
Top