0
দেখা যায় না, শোনা যায় – অনীশ দেব
অনীশ দেবের জন্ম ২২ অক্তোবর ১৯৫১,কলকাতায় | পদার্থ বিজ্ঞানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক স্নাতক এবং ফলিত পদার্থ বিজ্ঞানে বি.টেক ,এম.টেক, পিই এইজ ডি | বিশ্ববিদ্যালয়ের দুটি স্বর্ণ ও একটি রৌপপদক পেয়েছেন | কর্মজীবন : কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের রিডার | লেখালেখির শুরু ১৯৬৮ -তে,অধুনালুপ্ত ‘মাসিক রহস্য পত্রিকায়| প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস/গল্প গ্রন্থ : ঘাসের শীষ নেই,সাপের চোখ,তীরবিদ্ধ,জীবন যখন ফুরিয়ে যায়,ইত্যাদি |
অনীশ দেব নতুন প্রজন্মের কাছে এক জনপ্রিয় লেখক।জনপ্রিয় লেখক অনীশ দেব মূলত একজন ভারতীয়,কিন্তু তিনি বাংলাদেশও সমান জনপ্রিয়।তার লেখার মূল বিষয় ডিটেকটিভ,সায়েন্স ফিকশন,অনুবাদ ও রহস্যময়তা।
Download

Post a Comment

 
Top